কুষ্টিয়া প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, হ্যাঁ সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার সরকারের দোসররা সু কৌশলে দেশের পরিস্থিতি অবনতি ঘটিয়ে চলেছে। তারা দেশের মধ্যে গুম খুন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে দেশকে অকার্যকর করার পাঁয়তারা চালাচ্ছে। তাদেরকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। আর এর জন্য প্রয়োজন রাজনৈতিক সরকার । তাই দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করেন ।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে,পতিত ফ্যাসিবাদী ও তার দোসরদের নানামুখী ষড়যন্ত্র রুখে দিতে এবং জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার হাউজিং এস্টেট নিশান মোড়, একতা মাঠে কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু এসব কথা বলেন। বুধবার দুপুর ২টায় এ জনসভা শুরু হয়। কুষ্টিয়া জেলা বিএনপির আহববায়ক কুতুব উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, সিনিয়র যুগ্ম-আবায়ক সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম,জনাব আব্দুল মাজেদ - সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুষ্টিয় জেলা। আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব, সদর উপজেলা বিএনপি ও সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপি। জনাব মোঃ বশিরুল আলম চাঁদ, সদর উপজেলা পৌর বিএনপির সভাপতি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জিহাদুজ্জামান জিকু, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক,কুষ্টিয়া জেলা যুবদল। জিল্লুর রহমান জনি - সাবেক সহ সমন্বয়ক কুষ্টিয়া জেলা যুবদল। মোঃ আজাদুর রহমান আজাদ বিশ্বাস - সাবেক সভাপতি মিরপুর উপজেলা যুবদল। মোঃ সাদ আহম্মেদ, জাহিদুল ইসলাম বিপ্লব, আব্দুল হাকিম মাসুদ, আবু তালেব, আসাদুজ্জামান শিপন, এমদাদুল হক ইমতিয়াজ,জিল্লুর রহমান, নিলুফা আক্তার টুকটুকি, রোকসানা পারভিন, রজি খান, কুমকুম রহমান, সাইফুল ইসলাম, রিয়াজ উদ্দিন, ফুয়াদ রেজা, সোহেল রানা, সাইফুল ইসলাম, গোলাম মোহাম্মদ - জেলা বিএনপির সদস্য। আবু তালেব - জেলা বিএনপির সদস্য। বিল্পব হোসেন - জেলা বিএনপির সদস্য। জনাব মোঃ আলতাফ হোসেন - দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি। জনাব মোঃ শহীদ সরকার মন্ডল - দৌলতপুর থানা বিএনপির সদস্য সচিব। জনাব মোঃ নুরুজ্জামান হাবলু মোল্লা- দৌলতপুর থানা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা। মোঃ আবিদ হাসান মন্টি সরকার - যুগ্ন আহবায়ক। জনাব মোঃ আলাউদ্দিন বাদল - থানা বিএনপির সদস্য। জনাব মোঃ সামিউল্লাহ খান সেন্টু - থানা বিএনপির অন্যতম সদস্য। জনাব মোঃ মনিরুল ইসলাম মুনতাজ - সাবেক থানা ছাত্রদলের সভাপতি, জয়নাল আবেদীন সাজু, হাজী আনিস, হাজী আহসানউল্লাহ, আশরাফ হোসেন নয়ন, বাবু দাদা রাইচ, আকতার,মুজাফফর, শফিকুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
দুপুর তিনটাই জনসভা শুরু হওয়ার সাথে সাথে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। একপর্যায়ে জনগণের ভিড়ে জনসভা স্থলে জায়গা না পেয়ে আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে। এবারের এই জনসভা স্মরণকালের সর্ব বৃহত্তর জনসভায় রূপ নেয়। নারী-পুরুষ ঢোল ডগর নিয়ে স্লোগান দিতে দিতে জনসভা স্থলে হাজির হয়। জনসভা যেন জনসমুদ্রে পরিণত হয়।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |